অরল্যাবস বার্ষিক সাধারণ সভা ও প্রীতিভোজ ২০২৫- ঈদুল আজহার ৩য় দিন

প্রকাশনার তারিখ : বুধবার ৭ মে ২০২৫ ০২:১৫:৩৭ অপরাহ্ন

  • স্থান : রাজশাহী গভ:  ল্যাবরেটরী হাই স্কুল অডিটোরিয়াম
  • উদ্বোধন : সোমবার ৯ জুন ২০২৫
  • সমাপ্তি : সোমবার ৯ জুন ২০২৫

অরল্যাবস বার্ষিক সাধারণ সভা ও প্রীতিভোজ ২০২৫-এ সকল সদস্যদের আমন্ত্রণ
গত ২৫ এপ্রিল অরল্যাবসের কার্যনির্বাহী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, অরল্যাবস বার্ষিক সাধারণ সভা ও প্রীতিভোজ ২০২৫-এর আয়োজন করা হবে। নিম্নে ইভেন্টের বিস্তারিত তথ্য দেওয়া হলো:
ইভেন্টের বিবরণ:
তারিখ: ঈদুল আজহার ৩য় দিন
স্থান: রাজশাহী গভ:  ল্যাবরেটরী হাই স্কুল অডিটোরিয়াম
সময়সূচি:
বার্ষিক সাধারণ সভা: বিকেল ৫:০০ টা
প্রীতিভোজ: সন্ধ্যা ৭:৩০ মিনিট
প্রীতিভোজ রেজিস্ট্রেশন ফি: ৫০০/- টাকা (প্রতি ব্যক্তি)
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৩১ মে ২০২৫
 রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
১. ফি জমা: নিচের যেকোনো নম্বরে বিকাশ/নগদ/রকেট-এর মাধ্যমে ৫০০/- টাকা জমা দিন:
মো. এনামুল হক :০১৭১১৯০২৮০২ ( বিকাশ/নগদ/রকেট )
মো. তানভীর ফাহিম রহমান টিটু : ০১৭১০৮৭৩৫৫৯  (বিকাশ)
মো. মনিরুল ইসলাম পলাশ : ০১৯৮৪৯৬০০০০ (বিকাশ) / ০১৯৪৯৩০০৯০০ (রকেট)
২. কনফার্মেশন: লেনদেনের রেফারেন্স নম্বর ও নাম এসএমএস করে দিন। রেজিস্ট্রেশন নিশ্চিত হওয়ার পর কনফার্মেশন মেসেজ পাঠানো হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
নতুন সদস্যতা: বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে চাইলে ৩১ মে ২০২৫-এর মধ্যে সদস্য পদ নবায়ন বা নতুন সদস্য হয়ে যান।
 যোগাযোগ:
অরল্যাবস বার্ষিক সাধারণ সভা ও প্রীতিভোজ ২০২৫ আয়োজন কমিটি
চৌধুরী মিজানুর রহমান সোহেল (ব্যাচ-১৯৮৭): ০১৭১১৪৬০৩৮৭  |
ফেসবুক পেজ: https://web.facebook.com/groups/orlabs
 "সবাই মিলে গড়ে তুলি অরল্যাবসের গৌরবময় ঐতিহ্য!"
— অরল্যাবস কার্যনির্বাহী কমিটি